বটতলী নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বটতলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা ও আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটর সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষ কেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মোঃ জমির হোসেন, বটতলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সমতলের মতো পাহাড়ের দুর্গম এলাকায় প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে, যার প্রমাণ হলো দুর্গম পাহাড়ী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।