বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২২ //নিজস্ব প্রতিনিধি// পার্বত্য অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক সুফি সাধক,হযরত শাহসূফি শায়েখ সৈয়দ নুর মোহাম্মদ শাহ(র.)- মারিশ্যা বড় হুজুরের প্রতিষ্ঠিত বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসার ২৭ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২০ মে-২০২২ইং) বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসা ময়দানে পীরজাদা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর শাহ সাহেব-এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ডাকবাংলো জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা আবু মুছা সিদ্দিকী সাহেব,তকরির পেশ করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম হযরতুলহাজ্ব আল্লামা সালাউদ্দিন আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মডেল টাউন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আমিনুল হক মুনীরি সাহেব,বটতলী জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান সাহেব,দুরছড়ি জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা দৌলত আমিন সাহেব,কাচালং দাখিল মাদরাসার সিনিয়র মুদাররেছ মাওলানা মোজাম্মেল হক নুরী,বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা এইচ কে এম কাউছার উদ্দিন নুরী, সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী,উগলছড়ি দক্ষিণ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম,এফব্লক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম,মডেল টাউন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন,হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিনসহ অসংখ্য মেহমান-ওলামায়ে কেরাম,সাবেক ছাত্র ও ভক্ত-আশেকীনবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ২৭তম বার্ষিক সভায় হিফয সমাপ্ত ৪জন কুরআনে হাফেজকে (দস্তারে ফযিলত)পাগড়ী প্রদান করা হয়েছে। SHARES ইসলাম বিষয়: