বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি নুর উদ্দিন, সম্পাদক সুবেল প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩ নিজস্ব প্রতিনিধি || রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বটতলী স্পোর্টিং ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর বটতলী এলাকায় দীর্ঘ ৪ যুগের বেশি সময় ধরে বটতলী সহ আরো আশপাশের এলাকার তরুণদের প্রিয় ক্লাব বটতলী স্পোর্টিং ক্লাব। ক্লাব পরিচালনার জন্য গত ২০১৫ সালে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও ক্লাব ঘরটি পুড়ে যাওয়া ও নানাবিধ কারনে দীর্ঘদিন ক্লাব উন্নয়ন ব্যহত হওয়ায় আবারো তরুণদের আহবানে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বটতলী স্পোর্টিং ক্লাবে বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বটতলী স্পোর্টিং ক্লাবের ভুমিকা রাখার ব্যাপারে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পৌর মেয়র জমির হোসেন। বিগত কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন রাজুর সঞ্চালনায় ক্লাব সভাপতি নেওয়াজ মোর্শেদ রাসুর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ পারভেজ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসুফ নবী, সংরক্ষিত নারী কাউন্সিলর-২ জান্নাতুল ফেরদৌস সহ বৃহত্তর বটতলী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বটতলী স্পোর্টিং ক্লাবের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন, এই ক্লাবের সাবেক অনেক সদস্য সমাজে সুনামের সাথে বাস করছে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে দায়িত্ব পালনের বিষয়ে বর্তমান প্রজন্মকে অবহিত করেন। বক্তারা আবারো এই ক্লাবের সুনাম ফিরিয়ে আনার জন্য বর্তমান প্রজন্মের সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে সম্মেলনের ২য় অধিবেশনে সভায় উপস্থিত অথিতিবৃন্দ সকলের সম্মতিতে আংশিক কমিটিতে সভাপতি হিসেবে নূর উদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল গফুর সুভেল এর নাম ঘোষণা করেন। পৌর মেয়র জমির হোসেন, কাউন্সিলর ইউসুফ নবী ও পারভেজ আলীর স্বাক্ষরিত আংশিক কমিটিতে সিঃ সহ-সভাপতি: আনোয়ার হোসেন বাপ্পী, সিঃ যুগ্ম-সাধারন সম্পাদক: ইমরান হোসেন জুমান, সাংগঠনিক সম্পাদক: নাঈম উদ্দিন কাদের এর নাম ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে বিগত কমিটির বিদায় ও নতুন কমিটিকে গ্রহণ করে ক্লাবের সদস্যরা। SHARES সংগঠন বিষয়: