//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
১৭ই রমজান ঐতিহাসিক শোহাদায়ে বদর দিবস স্মরণে পূর্ব লাইল্যাঘোনা এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল-২০২২) বিকাল ৫ টা থেকে সিঙ্গিনালা জামে মসজিদে কুরআন সুন্নাহের আলোকে বয়ান করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রবীণ আলেম মাওলানা আবু হানিফ নঈমী সাহেব,সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী,সিঙ্গিনালা জামে মসজিদের খতিব শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং ইমাম হোসাইন(রাঃ) হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রবৃন্দসহ বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব মুহাম্মদ দিদারুল আলম জিমু,হাজী আছাদ আলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ রবিউল হোসেন, হাফেজ আবদুল আজিজ, হাফেজ আবু বক্বর,জনাব মোঃআমিনুল হক, জনাব মাষ্টার সুলাইমান বাদশা,জনাব জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪