প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সম্মুখে মাছের পোনা বিতরণ করেন মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ও সহকারী মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা। বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৩৬ জন প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে প্রায় ৫৫০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, চলতি বছরে ৫ বার বন্যার কবলে পরে বাঘাইছড়ির মানুষ এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি, ফসলী জমি, প্রান্তিক খামারি ও মৎস্যচাষীরা, আমরা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্যচাষীদের আবারো চাষে উৎসাহী করতে মাছের পোনা বিতরণ এবং প্রয়োজনী পরামর্শ দিয়ে যাচ্ছি।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |