বন্যার্তদের জন্য যথাযথ সহযোগিতা চেয়ে জেএসএস এর প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

সপ্তাহ ধরে টানা অতি প্রবল বৃষ্টি হওয়ার কারণে রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন, সারোরাতলী ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, বাঘাইছড়ি পৌরসভা,মারিশ্যা ইউনিয়ন, রূপকারী ইউনিয়ন, বঙ্গলতুলি ইউনিয়ন ও সাজেকই উনিয়নসহ আনুমানিক ১৫ হাজার পরিবার ও ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরমভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এমনকি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস দোকানপাট, রোপিত আমন ধান, বাগান-বাগিচা ও গবাদিপশুসহ ব্যপক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের জনজীবন আজ চরমভাবে বিধ্বস্ত। তাই এমতাবস্থায় উক্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ২৯৯ নং সাংসদ সদস্য , রাঙামাটি জেলা পরিষদ ও
জেলা প্রশাসককে দ্রুত ও যথাযত ত্রাণ বিতরণ করে পাশে থাকার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

প্রেস রিলিজ||