বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার দম্পতি প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৩ গত মঙ্গলবার (৮আগস্ট) হতে বাঘাইছড়িতে বন্যায় প্লাবিত হয়ে শত শত মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, বাচ্চা ও বৃদ্ধরা হয়ে পড়ছেন অসুস্থ। বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মধ্যে অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলেন ডাক্তার দম্পতি ডা: রাজিউর রহমান ও ডা: জিনাত মোস্তফা সারা। বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় নিজ উদ্যোগে বিভিন্ন ঔষধ কোম্পানীর সহযোগীতায় চিকিৎসার সাথে দিচ্ছেন বিনামূল্যে ঔষধও। এর আগেও দরিদ্র রোগীদের থেকে টাকা না নিয়ে চিকিৎসা সেবার সাথে ঔষধ কেনার জন্যও সহযোগিতা করে মানবিক বা গরিবের ডাক্তার হিসেবে রাজিউর রহমান কে চিনেন সবাই এক নামেই। আজকের এই উদ্যোগের জন্য আবারো প্রশংসায় ভাসছেন রাজশাহীর সন্তান ডা: রাজিউর রহমান দম্পতি। SHARES স্বাস্থ্য বিষয়: