নিজস্ব প্রতিনিধি||
বাঘাইছড়ি উপজেলায় অতিরিক্ত বৃষ্টি ফলে সৃষ্ট বন্যায় পানি বন্দী হয় শতশত পরিবার, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন বন্যার্তরা, বর্তমানে পানি নেমে যাওয়ায় বন্যা পরবর্তীতে পরিবারগুলো অর্থনৈতিক সংকট মুহুর্তে প্রয়োজন খাদ্য সামগ্রী, এমন পরিস্থিতিতে পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেবার পাডা গ্রামের ১০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও ১ম শ্রেণীর ঠিকাদার শাহরিয়ার হোসেন।
শুক্রবার (১১আগস্ট) বিকাল ৫ ঘটিকায় ঢেবার পাড়া গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার হোসেন, যুবলীগ নেতা আমানত শাহ, আবু তালেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
খাদ্য সামগ্রী উপহার কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন হাজী মুন্সি মিয়া কিশোর সংঘের স্বেচ্ছাসেবীরা।
শাহরিয়ার হোসেন বলেন, কাচালং নদীর পানি বিপদসীমা অতিক্রম কর বন্যার সৃষ্টি হয় ফলে মানুষ পানি বন্দী হয়ে যায় এবং কর্মহীন হয়ে পড়েন। বর্তমানে পানি কমছে লোকজন আশ্রয় কেন্দ্র হতে ঘরে ফিরছেন কিন্তু অর্থনৈতিক সংকটের কারনে বাজার করতে পারছেন না অনেকে এমন পরিস্থিতিতে সাধ্য অনুযায়ী আমার প্রতিবেশী ১০০ পরিবারের মাঝে সামান্য কিছু উপহার তুলে দেয়ার চেষ্টা করেছি। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন দক্ষতার সাথে দুর্যোগ মোকাবেলা করছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, সরকারী ত্রাণের পাশাপাশি আমরা যারা সাবলম্বী আছি তারা যদি এগিয়ে আসি তাহলে কারোর আর কষ্ট হবে না, অনেকেই আছেন লোক লজ্জায় ত্রাণ নিতেও আসেন না আমাদের উচিত তাদের গোপন ভাবে হলেও সহযোগিতা করা।
খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু দেয়া হয়। উপকার ভোগীরা শাহরিয়ার হোসেন এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪