বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

টানা বৃষ্টি পাহাড়ি ঢলের ফলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার কয়েকটি গ্রামের দুইশতাধীক বন্যার্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন ,পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা , ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ও সাজেক থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাহাড় সহ উপকারভোগী পানিবন্দি দুস্থ পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, পানিবন্দি দুস্থ গরিব অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। অত্র এলাকার সকলে সুস্থতা সহিত বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন বর্তমানে আবহাওয়া নিম্ন চাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে তাই যারা পাহাড়ের উচুতে বসবাস করেন আপনার সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন তাহলে পাহাড় ধসে কোনো প্রান হানি হবেনা বলে সকলকে সতর্ক করেন।