বন্যা কবলিতদের চিকিৎসা সেবায় আনসার ও ভিডিপি

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

বাঘাইছড়িতে টানা বৃষ্টি বর্ষণের ফলে বন্যায় প্লাবিত হয় পুরো এলাকা, বন্যা কবলিতদের চিকিৎসা সেব প্রদান করেছে ১৩ আনস্যার ভিডিপি।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ১৩ আনসার ব্যাটালিয়নের সিনিয়র পরিচালক মোঃ আসাদুজ্জামান গণির উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ এনায়েত হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আবদুল আজিজ, মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ রেজাউল করিম, মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ জসিম উদ্দিন, মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ আরিফুল ইসলাম এবং নার্সিং সহকারী রাজিম হোসাইনসহ সকল সদস্যের সমন্বয়ে গঠিত টিম ওয়ার্কের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার বন্যা দুর্গত, সুবিধাবঞ্চিত, দুস্থ, অসহায় ও আর্থিক অস্বচ্ছতা জনিত কারণে চিকিৎসা বঞ্চিত মানুষের শারীরিক অবস্থা বিবেচনায় একশত জন নারী, পুরুষ ও শিশুর মাঝে Over the counter (OTC) drugs (Allopathic) , খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে।