বর্ণাঢ্য আনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ভোধন হলো মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২ বাঘাইছড়ি পৌরসভার আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহোযোগীতায় ১ম বারের মত উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন হলো মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২। টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে পৌরসভার ৯ ওয়ার্ডের ৯ টি শক্তিশালী ফুটবল টীম। উদ্ভোধনী অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাচালং কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক বাঘাইছড়িকে মেয়র জমির হোসেন বলেন আমার নির্বাচনে তরুণদের কাছে অন্যতম ইস্তেহার ছিলো মাদক মুক্ত সমাজ গড়তে মাঠে খেলাধুলার আয়োজন করা, তারই পরিপ্রেক্ষিতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন, এখানেই শেষ নয় আমি জনপ্রিয় প্রায় সকল খেলার টুর্ণামেন্ট আয়োজন করার চেষ্টা করে যাবো । উদ্ভোধনী অনুষ্ঠানের বক্তব্যে পৌর মেয়র টুর্ণামেন্ট প্রাইজ মানি ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা ও রানার্স আপ দল পাবে ৩ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন বর্তমান যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য খেলাধুলার আয়োজন জরুরী, পৌর মেয়রের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আয়োজনের উদ্যোগ নেয়ার আস্বাস দেন। শান্তির প্রতিক পায়রা উড়ানোর মাধ্যমে টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র সহ সকল অতিথিগণ। বাঘাইছড়ি উপজেলার সাংস্কৃতিক সংগঠন উজোনী যুব শিল্পীগোষ্ঠীর সদস্যগণ উদ্ভোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। উদ্ভোধনী ম্যাচে অংশগ্রহণ করে পৌরসভার ৬ নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: