বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা এবং পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ৮ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে অনুষ্ঠান স্থান চৌমুহনী মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে মিলিত হয়েছে। যুব দলের মিছিলের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজুর পক্ষ থেকে বর্ণা র্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল চেকাপের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল, এতে রোগী দেখেন ডাঃ রাজিউর রহমান। উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে অনুষ্ঠানস্থলে সমেবত হয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা বিএনপির সহ সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর তাতীদলের সভাপতি খিজির আহাম্মদ, উপজেলা তাতীদলের সভাপতি রনেল চাকমা, কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্র দলের আহবায়ক নুর কবির, পৌর ছাত্র দলের আহবায়ক ইউনুস মানিক, উপজেলা ছাত্র দলের আহবায়ক হুমায়ুন রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু, পৌর কৃষক দলের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা জাসাস সভাপতি সিদ্দিক আলী, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান বিল্টু চাকমা, জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের দু:সাশনের মধ্যে বাঘাইছড়ি বিএনপি পরিবার কোন বড় অনুষ্ঠান করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাঘাইছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার। বক্তারা আরো বলেন এখন থেকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি করতে হবে, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশনা দেন একইসাথে বিএনপির মধ্যে কোন কোন্দল সৃষ্টি করতে খুনি হাসিনার প্রেতাত্মাদের সুযোগ দেয়া যাবেনা সে ব্যপারে সজাগ থাকার আহবান জানান। উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী প্রধান বক্তার বক্তব্যে বিগত স্বৈরাচারী সরকার সারাদেশের বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাওয়ার পরও যারা জাতীয়তাবাদী দল ত্যাগ করেননি তাদেরকে তিনি ধন্যবাদ জানান, তিনি বলেন বাঘাইছড়িতে আওয়ামীলীগ যে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের সাথে কুকুরের মত আচরণ করেছে তার কোন বিচার পাইনি প্রশাসনের কোন সহযোগীতা পাইনি এদেশে আমরা সংখ্যালগুর মত ছিলাম এবং কোন সুযোগ সুবিধা পাইনি, ৫ আগস্টের পরাজিত শক্তি যেন কোন ভাবে সংঘবদ্ধ হতে না পারে, বিএনপি মানুষের মন জয় করে রাতের অন্ধকারে নয় দিনের আলোয় ভোট প্রদানের সুযোগের মাধ্যমে জাতীয়তাবাদ দল বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে পারে সে লক্ষে সবাইকে কাজ করতে হবে। প্রধান অতিথির নিজাম উদ্দিন বাবু তার বক্তব্যে দীর্ঘদিন পর আজ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি পরিবারের মিলন মেলার জন্য উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর দেশবাসী এখন বুকভরে নিঃশাস নিতে পারছে, তিনি আরো বলেন, অন্তবর্তিকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে তাই আগামীর জাতীয় নির্বাচনের জন্য দীর্ঘদিনের অত্যাচার জুলুমের শিকার বিএনপির নেতাকর্মী ধৈর্য ধরে দলকে সু সংগঠিত করার আহবান জানান এবং বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখার জন্য অনুরোধ জানান। সভার সভাপতি আব্দুল সবুর তার বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আহবান জানান। একই সাথে অনুষ্ঠান বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। SHARES রাজনীতি বিষয়: