বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২ বাঘাইছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বিশাল শোভাযাত্রার আয়োজন করে বাঘাইছড়ি থানা পুলিশ, শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি এবং বাঘাইছড়ি থানার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন এসময় তিনি বলেন পুলিশ জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্র ধারন করে পুলিশ কাজ করে যাচ্ছে পুলিশের সকল প্রকার সেবা আমরা সাধারণ মানুষের কাছে পৌছেদিতে বদ্ধপরিকর। আর সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুন্দর বাঘাইছড়ি বিনির্মাণে আপনাদের সহযোগীতা কামণা করছি সকলকে সাথে নিয়ে বাঘাইছড়িকে এগিয়ে নিতে চাই। এছাড়া বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, আনসার অধিনায়ক সোহাগ পারভেজ, আওয়ামী সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন,সহ অনেকেই বক্তব্যারা বলেন কমিউনিটি পুলিশিং এর ফল জনগণের দোয়ারে পৌছে দিতে হবে, এছাড়াও কমিউনিটি পুলিশিং কার্যকারিতা ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: