বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে সারা বাংলাদেশের ন্যায় বাঘাইছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আজ ৯নভেম্বর বুধবার বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মুখ হতে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং র্যালী মেলা প্রাঙ্গণে আলোচনা সভার স্থলে এসে সমাপ্ত হয়। মেলা উদ্ভোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ , পৌর ওয়ার্ড কাউন্সিলরগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলা উপলক্ষে বিভন্ন দপ্তর ও দুটি কলেজসহ তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিগণ। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, কাচালং সরকারি কলেজ ও শিজক কলেজের শিক্ষকদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা কর্মমর্তাগণ কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। মেলার দ্বিতীয় অধিবেশন পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকাল ৩ ঘটিকায়, অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীদের মধ্যে নির্বাচিত ও শ্রেষ্ঠ স্টল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: