||ঢাকা প্রতিনিধি||
বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার মিরপুরের ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের আহবায়ক শাহজালাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা।
শাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর শিখা চক্রবর্তী, শাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহ মনিরুল ইসলাম, রাজনীতিবিদ আয়নাল হোসেন।
বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদ এর জ্যেষ্ঠ সদস্য এ কে আজাদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জহুরুল হক, হাবিবুর রহমান, মাসুদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদ এর মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তিনি এ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। অর্ধশতাধিক গরীব অসহায়ের মাঝে চাল ডাল তেল আলু সহ নানাপ্রকার শুকনো খাবার তুলে দিয়ে সংগঠনের আহবায়ক শাহজালাল হোসেন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪