বাঘাইছড়িতে আওয়ামীলীগের ইফতার বিতরণ 

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩
বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছয় শতাধীক মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে, চৌমুহনী মুক্তমঞ্চের সামনে  ও বিভিন্ন দোকানে পথচারী এবং হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা, অন্যান্যদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।