প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
বাঘাইছড়িতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৩জুন) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর্যলী , বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা। বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ ও সদস্য খায়ের আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তন্টুমনি খীসা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন আওয়ামীলীগ সরকার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকারে আসলে দেশের চলমান উন্নয়ন বাস্তবায়িত সহ নতুন অনেক প্রকল্প যুক্ত হবে, তাই আবারো আওয়ামীলীগ যেন সরকারে আসতে পারে নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।
বক্তারা আরো বলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারকে আবারো নৌকা প্রতীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উক্ত আসনটি উপহার দিতে ঐক্যবদ্ধ আছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি সাজেক ইউনিয়ন আওয়ামীলীগ, বঙ্গলতলী ইউনিয়ন আওয়ামীলীগ, খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ নিজ নিজ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |