রাংগামাটির বাঘাইছড়ি উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যাগে উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার (২৪ এপ্রিল) সকাল দশটায় দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতা কর্মীরা একত্রিত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মটর সাইকেল বহর নিয়ে উপজেলার আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে দেখা করেন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর আলাম, পৌর শাখার সভাপতি প্রিতুলাল চাকমা, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু নাছের, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সহ উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ রাংগামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও নগর পিতা জমির হোসেন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে তাদের হাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন। এ সময় তাদের হাত থেকে নবীন সদস্যরা সদস্য ফরম সংগ্রহ করেন।
ব্যাতিক্রমী এই উদ্যোগে সিনিয়র নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও নতুন আহবায়ক কমিটি গঠন করার পর থেকেই বাঘাইছড়িতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নানা মুখী সামাজিক কার্যক্রম দেখে আমরা সত্যিই মুগ্ধ। বিশেষ করে মসজিদ নির্মানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় শ্রম, হিন্দুদের পুজা মন্ডবে চাকমা সম্প্রদায়দের স্বেচ্ছায় শ্রম, কবর স্থান ও শশানের জঙ্গল পরিস্কার, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা সহ অল্প সময়ের মধ্যে আটটি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পুর্ন শেষ করে আস্থার পরিচয় দিয়েছে।
সর্বশেষ দলীয় নেতা কর্মীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করে প্রসংশায় ভাসছে স্বেচ্ছাসেবক লীগ, আশা করছি আওয়ামী স্বেচ্ছাসেবক বাঘাইছড়ি ইউনিট আগের চাইতে অনেক শক্তিশালী ইউনিট। সবাইকে আগামী নির্বাচনে এভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪