বাঘাইছড়িতে আজিমুশশান নুরানী মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র শব-এ মিরাজুন্নবী (স) উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব হতে আঞ্জুমানে আশেকানে আছাদিয়া নুরীয়া মারিশ্যা শাখার ব্যবস্থাপনায় মাহফিল অনুষ্ঠিত হয়, এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলা দরবার শরিফ আছাদিয়া নূরীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী, আল চিশতী (মঃজিঃআঃ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলা দরবার শরিফের সাহেবজাদা সৈয়দ শরফুদ্দিন সম্রাট (মঃজিঃআঃ), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও আঞ্জুমানে আশেকানে আছাদিয়া নুরীয়া মারিশ্যা শাখার নেতৃবৃন্দ।

মাহফিলে বাঘাইছড়ির স্থানীয় ও আগত আলেমগণ ওয়াজ মাহফিল করেন।