বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ কার্যালয় হতে র‍্যালী অনুষ্ঠিত হয়, র‍্যালীটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হাই, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এ এস আই ওয়াহিদুল আলম, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দা তালুকদার, কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার ৭৮.০৮ শতাংশ বাকি প্রায় ২৩ শতাংশ নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রদানের দায়িত্ব আমাদের সকলের তাহলেই স্বার্থকতা পাবে এই সাক্ষরতা দিবসের।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, আমরা যারা শিক্ষিত হয়েছি আমরা সকলেই দেশের কাছে ঋণী আর এই ঋণ পরিশোধ করার মাধ্যম হলো নিরক্ষর কাওকে অক্ষরজ্ঞান প্রদান করা, আমার গৃহ কাজে সহযোগী অক্ষরজ্ঞানহীন ছিলো  তার জন্য আমি বাড়িতে বাংলা ও আরবি শিক্ষা দেয়ার জন্য গৃহ শিক্ষক রেখেছি, এভাবেই আমাদের সবাইকে রাষ্ট্রের নিরক্ষর ব্যাক্তিদের অক্ষরজ্ঞান দিতে হবে। তিনি আরো বলেন বাঘাইছড়ি উপজেলায় সাক্ষরতার হার ৬২ শতাংশ আরো বিশাল একটা জনগোষ্ঠী নিরক্ষর তাদের জন্য আমাদের সকলের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।