রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১ম নারী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর বদলীর পর যোগদান করেন আরেক নারী নির্বাহী অফিসার শিরিন আক্তার
১৩ নভেম্বর (সোমবার) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার পদে সফলতার সাথে দায়িত্ব পালন করা ৩৫ তম বিসিএস ক্যাডার শিরিন আক্তার।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা সদ্য বিদায়ী ইউ এন ও রুমানা আক্তার, সহকারী কমিশনার মাহফুজুর রহমান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বাঘাইছড়ি উপজেলায় স্বাগত জানান শিরিন আক্তারকে।
শুভেচ্ছা বিনিময় মুহুর্তে নিষ্টার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন দুই সন্তানের জননী শিরিন আক্তার।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪