রাঙামাটির বাঘাইছড়িতে মডেল টাউন বেইলি ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মো: সবুজ (৩৩), পিতা: মোঃ সুলতান, ও মো: মনির (২৭) পিতাঃ মোঃ এরশাদ নামে দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ। তারা উভয়ের মডেল টাউন এলাকায় বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ৪টার দিকে গোপন সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া ও এসআই মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এ সময় মারিশ্যা দিঘিনালা সড়কের বেইলি ব্রীজের ওপর দিঘীনালা থেকে একটি মোটরসাইকেলে যাত্রী বেশে আসা দুই যুবককে চ্যালেঞ্জ করে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানা পুলিশ সব সময়ই জিরো টলারেন্স নীতি মেনে চলে। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে নিয়মিত নজরধারী ও অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।’
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪