পুরোনো বছর বিদায় ও নতুন বছরকে বরণে পাহাড়ে চলছে সাজ সাজ বর। বৈসু-সাংগ্রাই-বিজু ও বাংলা নববর্ষের উৎসবে মেতেছে পাহাড়বাসী।
বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কাচালং নদীতে ফুল ভাসানোর মামধ্য উদযাপিত হয়েছে ফুল বিজু উৎসব।
বুধবার (১২ এপ্রিল) সকালে বাঘাইছড়ি পৌরসভার হাজীপাড়া গ্রামের মুখ থেকে শুরু হয় ফুল বিজুর বর্ণাঢ্য র্যালী। বাঘাইছড়ি বিজু উদযাপন কমিটি উদ্যোগে এবং তুলাবান স্পোর্টিং ক্লাব, জীবঙ্গছড়া(বাবুপাড়া) স্পোর্টিং ক্লাব ও বাঘাইছড়ি স্পোর্টিং ক্লাবের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়। র্যলীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা প্রমুখ।
উপজেলা মসজিদ মার্কেট সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালী সমাপ্ত হয় কাচালং নদীর তীরে উপজেলা লঞ্চ টার্মিনালে। শতশত তরুণ-তরুণী, যুবক-বৃদ্ধরা গঙ্গা মা কে শ্রদ্ধা জানিয়ে পুরনো দিনের গ্লানি ফুলের মধ্য দিয়ে ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, পাহাড় যেন উৎসবের স্থান বৈসাবী, নববর্ষ, ঈদ সব কিছুই এখানে ঝাকঝমক ভাবে পালিত হয়, বাঘাইছড়ি উপজেলা প্রসাশন ও পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন এই প্রথম তিনি আনন্দের সাথে বৈসাবী উৎসবের ফুল বিজুতে অংশগ্রহণ করেছেন।
বিজু উদযাপন কারী কমিটির সদস্যরা বলেন বিজু মানে ভ্রাতৃত্বের বন্ধন, সুখ-দুঃখ ভাগাভাগি করা, সর্বোপরি বিজু মানে হলো মিলনমেলা তাই সকলে মিলেমিশে আনন্দের সাথে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানায় বিজু উদযাপন কমিটির সদস্যরা।
নদীতে ফুল ভাসানোর পর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সকলে।
এছাড়াও বাঘাইছড়ি উপজেলার সাজেক, বঙ্গলতলী, খেদারমারা, রূপকারী ও সারোয়াতলী ইউনিয়নে উৎসব মূখর পরিবেশে ফুল বিজু উদযাপিত হয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪