রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আলোচনা সভা এবং কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টায় বাঘাইছড়ি বিএনপি কার্যালয় সম্মুখ হতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী বের হয়ে চৌমুহনী চত্বর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এছাড়াও পৌরসভা ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ও সভাপতি ইব্রাহীম খলিল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি কৃষক বান্দব দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গঠিত জাতীয়তাবাদী কৃষক দল সর্বদা বাংলার কৃষকদের পাশে ছিলো, দীর্ঘ অনেক বছর পর বাঘাইছড়িতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে আমরা আনন্দিত, বিগত সময় বিএনপি সরকারে থাকা অবস্থায় কৃষকদের ৫ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছিলো এছাড়াও কৃষকদের জন্য সার বিজ কিটনাশক সহ বিভিন্ন সময় কৃষি উপকরণ প্রদান করেছিলো এবং ভবিষ্যতে বিএনপি আবার সরকার গঠন করলে কৃষকদের চাহিদা অনুযায়ী কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন অতিথিরা।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া মোনাজাত পরিচালনা করেন মধ্যম পাড়া জামে খতিব হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে কৃষক দলের পক্ষ থেকে ১৮৬ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের ১০ কেজি সার ও সবজি বীজ প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪