বাঘাইছড়িতে ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশাসনের প্রস্তুতি সভা প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩ দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি হ্রাসে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, পৌর কাউন্সিলগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তাগণ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল সরকারি স্কুল ও কলেজকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এছাড়াও পৌরসভার পক্ষ থেকে ৯ ওয়ার্ডে আলাদা কমিটি করে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং সহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। দুর্যোগে সচেতনতার লক্ষে যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের হ্যান্ড মাইক ও বিভিন্ন উদ্ধার সরঞ্জাম প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপস্থিত সবাইকে বিভিন্ন দিকনির্দেশনা সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ কে সচেতনতার চলার জন্য আহবান জানান এবং দুর্যোগ কালীন সময়ে বিলম্ব না করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দে SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: