মুহাম্মদ ইব্রাহীম ||
'করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালী শুরু হয়ে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে বীমা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড বাঘাইছড়ি শাখার এসিস্ট্যান্ট ম্যানেজার ও অফিস ইনচার্জ মো: শহিদুল আলম আলোচনা সভার সঞ্চালনা করেন। অতিথিদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা সহ বীমা প্রতিষ্ঠান প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীমা দিবসে বক্তরা বলেন, নিজ প্রয়োজনে এবং শিশু শিক্ষার্থীদের জন্য একটি বীমা করুন। বীমা আপনার জিবনে একটি সময় সম্পদে পরিনত হবে। পরে বীমা দিবসে ৩ (তিন) জন গ্রাহকের হাতে চেক তুলে দেন সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪