বাঘাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪ ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত। শনিবার (২ মার্চ) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালী বের হয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিদের মধ্যে কাচালং সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন এর সসঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং অপারেটর মোঃ নুর হোসেন কিভাবে সঠিক তথ্যে ভোটার হতে হয়, ভোটার আইডি কার্ডের ব্যবহারবীধি, একাধিক বার ভোটার হওয়ার শাস্তি, ভুয়া ভোটার হওয়ার শাস্তি বিষয়ে বক্তব্য রাখেন। অতিথিরা বক্তব্যে বলেন, ১৮ বছর বয়স হলে ভোটার হওয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে করে কেউ ভোটার না হতে পারে সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানান। পরে ভোটার দিবসে ৫ (পাঁচ) জনের হাতে স্মার্ট ভোটার আইডি কার্ড তুলে দেয় অতিথিরা। SHARES জাতীয় বিষয়: