সমবায়ে গরব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়, র্যালী পরবর্তী জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
র্যালি ও পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রহমান, অতিথিদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জয়াস চাকমা, শিজক কলেজ অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর বিল্লাল গণি, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাঠ মিস্ত্রী সমবায় সমিতির সভাপতি ফরহাদ মিয়া।
সভায় বক্তারা বলেন, সমবায় হল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। আন্তর্জাতিক সমবায় মৈত্রী তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে যেসকল শ্রেনী পেশার মানুষদের সমবায়ের নীতিমালা মেনে সমিতি পরিচালনার আহবান জানান এবং যেকোন প্রয়োজনে সমবায় কর্মকর্তার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় বাঘাইছড়ি জীপ ও পিকাপ মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাঘাইছড়ি কাঠমিস্ত্রী সমবায় সমিতি, বাঘাইছড়ি রাজমিস্ত্রী কল্যাণ সমবায় সমিতি, বাঘাইছড়ি রাবার বাগান মালিক কল্যাণ সমবায় সমিতি, বাঘাইছড়ি কৃষি পণ্য উৎপাদন ক্রয় বিক্রয় সমবায় সমিতি সহ বিভিন্ন সমিতির দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪