বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‍্যালী

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

মুহাম্মদ এস কে রিয়াজ ||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি ) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন৷ সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৫৪ টি ক্যাটাগরিতে যেমন বিধবা, বয়স্ক, অসহায়, দরিদ্র, দুঃস্থদের সহায়তা প্রদান করে আসছে। প্রতি বছর ২ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়, সকলে দিবসটির সফলতা কামনা করেন।