রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলার নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা সুরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ, উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর আহম্মদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ ইউসুপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাঘাইছড়ি উপজেলার আমির মাওলানা কবির আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা সহ সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও উপজেলা প্রচার সম্পাদক ডাঃ সর্দার আব্দুর রহিম।
বক্তারা রমজানের গুরুত্ব, সংযমের শিক্ষা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোচনা করে তাঁরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বিগত ১৬ বছর এরকম ইফতার আয়োজন সহ কোন সভা সেমিনার আমরা করতে পারিনি, আমরা ধৈর্য ধরেছি, পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪