বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‍্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও বাঘাইছড়ি পৌরসভা।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণ, উপজেলা পরিষদ মাঠ, চৌমুহনী শাপলা চত্বর পরিস্কারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন এর তত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা।