মুহাম্মদ এস কে রিয়াজ ||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এর পক্ষে বাঘাইছড়িতে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘাইছড়ি উপজেলা শাখা।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকা হতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাঘাইছড়ি মুখ এলাকা থেকে শুরু করে উগলছড়ি বাজার সহ বাঘাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি আবু নাছের এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রচারণা টীমে অংশগ্রহণ করেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন।
আবু নাছের বলেন, রাঙ্গামাটি পার্বত্য আসনের সাত বারের নৌকার মাঝি মনোনীত পাহাড়ের রাজপুত্র দীপংকর তালুকদার মহোদয়ের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক লীগের সকল কর্মীরা সরব আছি, আমরা জনসংযোগ করছি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রতীকে ভোট প্রদানের জন্য আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন আজকে আমাদের প্রচারনা টীমের মধ্যমনি ছিলেন সাবেক সফল ছাত্রনেতা থেকে পৌর মেয়র জননেতা জমির হোসেন, আমরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমার নির্দেশনায় নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
পৌর মেয়র জমির হোসেন বলেন, নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন আমরা ভোটারদের কাছে যাচ্ছি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি, ভোটাররা বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেতা দীপংকর তালুকদারের প্রতি আস্থা রেখে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিষয়ে আমাদের আশ্বাস দিচ্ছেন, আমরা আশা করছি ৭ জানুয়ারি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে৷
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪