রাঙ্গামাটির বাঘাইছড়িতে গীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার, পলিনেট ও বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মুখে জমির উপযোগিতা উপর ভিত্তি করে পৌরসভায় ১০, রুপকারী ইউনিয়নে ১০, খেদারমারা ইউনিয়নে ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্পাসারণ অফিসার সিদ্বার্থ রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪