বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাচালং নবীন সংঘ ও মডেল টাউন একাদশের উদ্যোগে প্যানেল মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগৎ এন্ড ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট– ২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও যৌথ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মডেল টাউন লোকনাথ মন্দির মাঠে পুরস্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রুমানা আক্তার বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দূল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন,থানার ওসি তদন্ত তমাস বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, আঃ হালিম ও নূরুল ইসলাম, উপজেলা বিনপির সভাপতি মোঃ ওমর আলী, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আমেনা বেগম, জান্নাতুল ফেরদৌস, জয়নাল আবেদিন বুলু, মিঠেল চাকমা, মোঃ ইউছুপ নবী, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জগৎ দাশ, টুর্ণামেন্ট সমন্বয়ক বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার দাশ এবং বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র ত্রিদিব দাশ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ। প্যানেল মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পঞ্চম কর্মকার ও রানার্স আপ মোঃ মনির হোসেন। দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন তীর্থ – সুমন ও রানার্স আপ আনিস – আদিল। এদিকে বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সোলেমান -মিজান ও রানার্সআপ হয়েছে পঞ্চম -মাসুদ। উভয় টুর্ণামেন্টের দ্বৈত ও এককে মোট ৬৮ টি দল অংশগ্রহণ করেছে এবং ফাইনাল খেলা উপভোগ করতে দুইশতাধীক দর্শকের উপস্থিতি হয়। SHARES খেলাধুলা বিষয়: