বাঘাইছড়িতে প্রতিবন্ধী, দুস্থ পরিবার এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান প্রদান প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪ ||মুহাম্মদ ইব্রাহিম || রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রাপ্ত গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়ন এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরীব মেধাবী শিক্ষার্থী, অসহায়, দুস্থ পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে ২০০০/- টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর কাউন্সিলর রুবেল চাকমা প্রমুখ। এককালীন অনুদানের আওতায় হতদরিদ্র পরিবার-৩৭০টি, দরিদ্র মেধাবী শিক্ষার্থী-৩৭০ জনকে মাথাপিছু ২০০০/- টাকা করে সর্বমোট ১৪,৮০,০০০/- টাকা প্রদান করা হয়েছে। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: