বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৮০ টি গৃহহীন পরিবার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়  প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন ৮০ টি গৃহহীন পরিবার। আশ্রয় পেয়েছেন এসব পরিবারের সদস্যরা। আশ্রয় পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কূতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

আজ ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলায় ৩৯ হাজার ৩৬৫ টি ঘর ও দুই শতক ভুমি হস্তান্তর করেন, প্রধানমন্ত্রীর পক্ষে বাঘাইছড়ি উপজেলায় বেলা ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে ৮০ পরিবারকে ঘর ও ভুমি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

        গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, সহকারী কমিশনার (ভুমি) মাহাফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়  চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহারের মধ্যে বাঘাইছড়ি ইউনিয়নে ১০টি, সারোয়াতলী ইউনিয়নে ৬টি, আমতলী ইউনিয়নে ৪টি, খেদারমারা ইউনিয়নে ৫টি, মারিশ্যা ইউনিয়নে ১০টি, বঙ্গলতলী ইউনিয়নে ৫টি, রূপকারী ইউনিয়নে ৮টি, সাজেক ইউনিয়নে ৫টি ও বাঘাইছড়ি পৌরসভায় ২৭টি পরিবারের মাঝে গৃহ ও ভুমি হস্তান্তর করা হয়। মোট ৮০ পরিবারের মধ্যে ১৩ জন প্রতিবন্ধী, ৮ জন বিধবা ও ৩ জন স্বামী পরিত্যক্তা অসহায় উপকারভোগী ছিলো উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গৃহীত এই উদ্যোগের অংশ হিসেবে বাঘাইছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ন প্রকল্পের আওতায় এখন পর্যন্ত সর্বমোট ৩৩০ টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে আরো ১০০ টি ঘরের যা শিগ্রই সম্পন্ন করা হবে।

ঘর ও জমি উপহার পাওয়া ৮০ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ সহ দোয়া প্রার্থনা করেন।