বাঘাইছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (১৮মে) বিকাল ৪ টায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতাব্বর, বিশেষ অতিথির মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলী খান ও খায়ের আহাম্মদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী হোসেন ও তন্টুমণি চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশের সঞ্চালনায় সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উপর বিশেষ গুরুত্বারোপ সহ তাঁর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা -কর্মীসহ সকলকে ভুমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। SHARES রাজনীতি বিষয়: