বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩ “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি দানবীর চাকমা, খায়ের আহাম্মদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ অঙ্গ ও সসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা যে সকল উদ্যোগ গ্রহণ করছেন এবং বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে মাথা উচু করে বাংলাদেশ দাড়িয়েছে তা বিভিন্ন রাষ্ট্রের কাছে এখনো স্বপ্নের বিষয়। একই সাথে দেশের মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, সীমান্ত সড়ক সহ বড় বড় প্রকল্পের সাহসিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দঘণ মুহুর্তে জন্মদিন পালন করা হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের নেতাকর্মীগণ। SHARES রাজনীতি বিষয়: