বাঘাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৩ মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১জুন) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহিন আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র ত্রিদিব দাশ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভা এলাকার মোট ১১ (এগারো) টি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৫ জুন বিকাল ৪ টায়। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র জমির হোসেন বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টি করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন যার ফলে এখন যুব সমাজ মাদক ছেড়ে মাঠে খেলাধুলার সাথে সম্পৃক্ত হচ্ছে। খেলাধুলার ধারাবাহিতা অব্যাহত রাখার জন্য সকল শিক্ষকসকলের প্রতি অনুরোধ জানান। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: