বাঘাইছড়িতে বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ১৮ মে (শনিবার) দুপুরে বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের চুরাখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে তীব্র দাবদাহে জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্তু বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে মহসিনের টিনের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে বৃষ্টি থামলে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির সদস্যরা বাহিরে থাকায় এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও জিনিসপত্রের ক্ষতি হয়েছে। বাড়ির মালিক- ৭ নং ওয়ার্ডের চুরাখালী গ্রামের মহসিন মিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, বজ্রপাতে আগুনের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জানিয়েছে। SHARES আমতলী ইউনিয়ন বিষয়: