রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মারিশ্যা ইউনিয়ন ও পৌর ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন সংস্কারের নামে তাল বাহানা বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, দেশ যেভাবে চলছে মানুষ কষ্ট পাচ্ছে, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমরা ঘোষণা করেছি ২০২৩ সালে এবং বিএনপি সরকারে আসলে ৩১ দফা পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন হবে বলে দাবী করেন৷ তিনি আরো বলেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারন করা দল আমরা অতীতে অনেক সেক্রিফাইজ করেছি কিন্তু আর নয় বলে হুশিয়ার করেন। দীপন তালুকদার তার বক্তব্যের শুরুতে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর মায়ের মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
শনিবার (২২মার্চ) বিকাল ৫ ঘটিকায় মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা, বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সোলাইমান খান।
উক্ত অনুষ্ঠানে মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সব্বত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন (সাজু), ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কয়েক শত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪