বাঘাইছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৩
রাঙ্গামাটির বাঘাইছড়িতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
সোমবার (৮মে) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার মেয়রের কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের আজীবন সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র ও রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি জেলা ইউনিটের আজীবন সদস্য জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, ৭১ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ দলনেতা অর্কিড চাকমা।
  
সভায় বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বাঘাইছড়ি উপজেলা টিমের কার্যক্রমে ভুয়সী প্রসংশা করে ভবিষ্যতেও এই কার্যক্রমের ধারাবাহিতা বজায় রাখার জন্য উৎসাহ প্রদান করেন।
এসময় যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘাইছড়ি ইউনিটের প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।