বাঘাইছড়িতে মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিদ্যুৎ অফিস মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন হয়েছে।

বাঘাইছড়ি ব্যাডমিন্টন ক্লাব এই টুর্ণামেন্টে আয়োজন করে।     ১২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায়  উদ্ভোধনী অনুষ্ঠানে মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দিঘীনালা উপজেলা থেকে আগত ৪ টীম সহ মোট ২২ টি টীম অংশগ্রহণ করে টুর্নামেন্টে। আজ থেকে শুরু হওয়া টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি।