বাঘাইছড়িতে মুনিরীয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে গৃহীত কর্মসূচি সমূহঃ পবিত্র কুরআন তেলওয়াত, নাতে মোস্তফা (দঃ), “মাহে রমজানের শিক্ষা বছরব্যাপী আমল করা শীর্ষক” আলোচনা সভা, খতমে শেফা, মিলাদ-কিয়াম এবং ঈছালে ছাওয়াবের মাহফিল।

শুক্রবার(১৪ এপ্রিল) অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন “মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ” ১৪৩ নং মারিশ্যা (বাঘাইছড়ি, রাঙ্গামাটি) শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এফ ব্লক বাইতুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভা কৃষক লীগের সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান গনি।

মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আনসারী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আয়াতুল্লাহ রুহুল খোমেনি (শামীম), আলহাজ্ব মুহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ ফজলুল হক, মুহাম্মদ মাহমুদুর রহমান মাষ্টার, মুহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম রিপন মাষ্টার প্রমুখ।

ইফতারের পূর্বে দেশ জাতির উন্নতি অগ্রগতি, পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিশেষত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী ছাহেব।