বাঘাইছড়িতে মুনিরীয়া যুব তবলীগের উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম ঈমানের পূর্বশর্ত; আহলে বাইতের প্রতি প্রেম নবী প্রেমের অংশবিশেষ। তাই কাগতিয়া দরবারে তরিক্বতের দৈনন্দিন আমল এর মধ্যে অন্যতম আমল দৈনিক ১১১১ বার দরুদ শরীফ আদায়ের পাশাপাশি আহলে বাইতের মুহাব্বতে দৈনিক ১২৫ বার দরুদ শরীফ আদায় করতে হয়। এসব দরুদ শরীফ কোন কারনে ক্বাজা হলে ২৪ ঘন্টার আগেই তা আদায় করে দিতে হয়। অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩ নং মারিশ্যা (বাঘাইছড়ি) শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণ মাহফিল উপলক্ষে শুক্রবার বাদে আসর রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সস্হ স্হায়ী কার্যালয়ে আয়োজিত মাহফিল’র প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ও তরিক্বতের কেন্দ্রীয় এশায়াত পরিষদের সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফোরকান। বাঘাইছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মাবুদ এর পরিচালনায় আয়োজিত এশায়াত মাহফিলে সভাপতিত্ব করেন এফ ব্লক বাইতুন নূর জামে মসজিদের খতিব ও সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী। এশায়াত মাহফিলে গৃহীত কর্মসূচিসমূহঃ পবিত্র কোরআন তেলওয়াত, হামদ-নাত-কছিদা পাঠ, নছিহত পাঠ, আয়াতে শেফা পাঠ, ফাতেহা শরীফ আদায়, মোরাকাবা মাহফিল, দোয়া ইউনুছ-জিকির-দরুদ শরীফ আদায়, আলোচনা সভা, মিলাদ-কিয়াম-মুনাজাত। প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান বলেন “শরীয়ত ও তরিক্বত একে অপরের পরিপূরক; তাই শরীয়তকে বাদ দিয়ে তরিক্বতের পূর্ণাঙ্গতা হয় না। তাই কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বতে ফরজ-ওয়াজিব কার্যাদি যথাযথভাবে পালনের পাশাপাশি সুন্নাহ-নফল এবাদতঃ নিয়মিত তাহাজ্জুদ, জিকিরে জলী, মোরাকাবা, দৈনিক ১১১১ বার দরুদ শরীফ আদায়, ১২৫ বার আহলে বাইতের মুহাব্বতে দরুদপাঠ, সালাতুল এশরাক, সালাতুল তাওবা, সালাতুল হাজ্বত, সালাতুল শোকর, কোরআন তেলওয়াত, তাহলিল, আয়াতে শেফা, খতমে খাজেগান ইত্যাদি সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রতিনিয়ত আদায় করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বটতলী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনের দিঘীনালা-বাঘাইহাট সমন্বিত সাংগঠনিক টিমের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আনসারী, মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান, মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ আব্দুল কাদের সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ আজিজুর রহমান সওদাগর, ৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুর রহমান, মুহাম্মদ মাহমুদুর রহমান মাষ্টার, মুহাম্মদ গফুর রহমান প্রমুখ। মিলাদ-কিয়াম শেষে দেশ জাতির উন্নতি-অগ্রগতি কামনায় এবং কাগতিয়া তরিক্বতের রাহবার আওলাদে রাসূল অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব সহ উপস্হিত সকলের হায়াতে খিজরী ও সুস্হতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফোরকান । ||প্রেস রিলিজ|| SHARES ইসলাম বিষয়: