রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সোমবার (১৫ জুলাই) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা যুব লীগের সভানেত্রী মনিরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেল পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রিয়নন্দ চাকমা।
উপজেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক লিলি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সহ-সভাপতি তন্টুমণি চাকমা, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কান্তি চাকমা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা ইসলাম, পৌর মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক রোকসানা আখতার এছাড়া উপজেলা পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তব্যে উপজেলা যুব মহিলা লীগের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বিশেষ করে বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনে ভালো ভূমিকা পালনে ধন্যবাদ জানায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪