বাঘাইছড়িতে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
0-0x0-0-0#
রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর চারা রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন।
শনিবার ( ১৪ ডিসেম্বর) দুপুরে রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামে রাইচ ট্রান্সপ্লান্ট উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য নাইউ প্রু মারমা, রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা,
উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক রূপকারী ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, তিনি অতিথিদের কাছে রূপকারী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণের অনুরোধ জানান যাতে করে অসুস্থ রোগী এবং কৃষকরা তাদের ফসল নিয়ে বাজারে যেতে পারে একইসাথে কৃষকদের চাষাবাদের জন্য প্রয়োজন অনুযায়ী সেচ ড্রেন নির্মানের অনুরোধ জানান। 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান আধুনিক কৃষি বিজ্ঞানভিত্তিক কৃষি যার ফলে কৃষি কাজে এখন অনেক যন্ত্রপাতি এবং হাইব্রিড বীজের ফলে অধিক ফলন ফলানো সম্ভব। একইসাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত কৃষকদের সুবিধার জন্য মাঠ পর্যায়ে কৃষক সমাবেশ সহ সকল প্রকার সহযোগীতা প্রদান করে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা বলেন  কৃষকদের সহযোগী হয় এমন যেকোন কাজে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সর্বদা কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ি উপজেলা কৃষি বান্দব কাজে জেলা পরিষদ পূর্বের চেয়ে আরো ভালো কাজ করবে এবং রূপকারী ইউনিয়নের কৃষকদের যে দাবী আছে তা অবশ্যই পুরনের চেষ্টা করবো এবং আমরা যদি না পারি যে সংস্থা পারবে তাদের কাছে সুপারিশ করবো।

সভা শেষে নির্ধারিত সমলয় জমিতে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মনিরুজ্জামান। এতে গোলাছড়ি এলাকার কৃষকরা মেশিনের সাহায্যে চারা রোপন কার্যক্রম দেখতে ভীর জমায়।