বাঘাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথের’র ১৬তম মহাপ্রয়াণ বার্ষিকী

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

পিয়াল দত্ত||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ১ম সংঘরাজ, ৬ষ্ঠ সংগীতিকারক, পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম জাগরণের অগ্রদূত বহুগ্রন্থ প্রণেতা, অগ্রমহাপণ্ডিত চাকমা রাজগুরু অগ্রবংশ মহাথের’র ১৬তম মহাপ্রয়াণ বার্ষিকী অনুষ্ঠিত।

শুক্রবার (৫জানুয়ারি) পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ  বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে খেদারমারা ইউনিয়নের উলুছড়ি জীবমঙ্গল বৌদ্ধ বিহারে এ মহাপ্রয়াণ বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বালুকারাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত কল্যানমিত্র মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা বিশেষ অতিথিদের মধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনার পাশাপাশি বাঘাইছড়ি উপজেলায় শিক্ষা, সমাজ ও এলাকার উন্নয়নে অবদান রাখায় তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ভিক্ষু সংঘের ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, কাচালং সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা।

এছাড়াও চাকমা রাজগুরু অগ্রবংশ মহাথের’র ১৬তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় প্রতিযোগিতা পরীক্ষার ফলাফল ঘোষনা এবং পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শতশত ভক্তকুল উপস্থিত থাকেন।