বাঘাইছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিমান্যু চন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ হোসাইন, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, উপজেলা তথ্য কর্মকর্তা মুন্নি দত্ত।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের দিনে মহান মুক্তিযুদ্ধে যাদের বুদ্ধি পরামর্শে দেশ স্বাধীনতার দিকে এগোচ্ছিলো সে সকল বুদ্ধিজীবী এবং খ্যাতিমান শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক সহ অগণিত বুদ্ধিজীবী হত্যা করে পাক হানাদার বাহিনী। বর্তমানে দেশে যেন আর কোন বুদ্ধিজীবী হত্যা না হয় আর কোন হানাহানি না হয় সে লক্ষে সকলকে সজাগ থাকার আহবান জানান এবং যার যার নিজ অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণের নিজের উৎসর্গ করার আহবান জানান যাতে করে বুদ্ধিজীবীদের শহীদ হওয়া সার্থক হয়।