বাঘাইছড়িতে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৯ বছর পূর্তি উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বেলা ৩ টায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা অওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও নগরপিতা জমির হোসেন সহ রাঙ্গামাটি জেলা ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, যুব মহিলালীগের সভানেত্রী, স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বিএনপির একদফা আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা প্রতিটা এলাকায় প্রতিহত করতে হবে আওয়ামীলীগের শান্তি সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বলেন বর্তমানে বাঘাইছড়ি উপজেলার প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতারা রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইছড়িতে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘাইছড়ি উপজেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্চে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সারা দেশের মানুষ উপভোগ করছে বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেল, উড়ালসেতু সহ হাজারো সুবিদা পাচ্ছে দেশবাসী এর মধ্যে বিএনপি জামাত পন্থীরাও আছেন তবুও তারা দেশের উন্নয়নকে স্বীকার করতে চায়না। তিনি বলেন আওয়ামীলীগ জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নয় তার প্রমাণ গত কয়েকদিন আগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল্লাহ আল নোমান সাহেবদের প্রতি সদাচরণই প্রমাণ করে। তিনি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভা শেষে কেক কাটার মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।